প্রান্তিক উপযোগ রেখা নিম্নগামী হয় কেন?
উত্তর: কোনো দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকলে ভোক্তার নিকট ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমশ কমতে থাকে। অর্থাৎ ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে প্রান্তিক উপযোগ কমতে থাকে। ভোগের সাথে প্রান্তিক উপযোগের এরূপ বিপরীত সম্পর্ক থাকার কারণে প্রান্তিক উপযোগ রেখা নিম্নগামী হয়।