মোট আয় ও প্রান্তিক আয়ের মধ্যে পার্থক্য কী?

উত্তর: মোট আয় ও প্রান্তিক আয়ের মধ্যে পার্থক্য হলো কোনো উৎপাদনকারী উৎপাদিত সকল দ্রব্য বিক্রয় করে যে মুদ্রা লাভ করে, তাকে মোট আয় বলে। এক্ষেত্রে মোট আয় দাম × বিক্রয়ের পরিমাণ। 1 অন্যদিকে, কোনো দ্রব্যের বিক্রয়ের পরিমাণ অতিরিক্ত এক একক বৃদ্ধি পেলে মোট আয়ের যে বৃদ্ধি ঘটে তাকে প্রান্তিক আয় বলে।