Makeup Brush Set Price In Bangladesh-2023
মেকআপ করার ক্ষেত্রে ভালো মানের ব্রাশ সেট খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। মেকআপকে আরো স্মুথভাবে ফেইসে সেট করতে দরকার প্রয়োজনীয় মেকআপ ব্রাশ। অন্যদিকে চোখের মেকআপ ছাড়া কোনো সাজই পূর্ণতা পায় না। সবমিলিয়ে নিজের মেকআপ বক্সের সাথে একটি এক্সট্রা আই ব্রাশ সেট না রাখা মানেই বোকামি। সে যাইহোক! আজ আমরা মাত্র ৩০০ টাকায় কিনতে পাওয়া Mange 12 Piece Eye Brush Set – Black থিমের একটি আই ব্রাশ সেট নিয়ে আলোচনা করবো।
Mange 12 Piece Eye Brush Set – Black সম্পর্কিত তথ্য
Mange 12 Piece Eye Brush Set হলো কালো রং দিয়ে সাজানো থিমের উপর উন্নতমানের একটি ব্রাশ সেট। যাতে রয়েছে চোখের সাজে ব্যবহার করার প্রয়োজনীয় সকল সিঙ্গেল ব্রাশ। খুবই নরম এবং মসৃণভাবে তৈরি করা এই ব্রাশ সেট আপনার চোখের মতো সেনসিটিভ অংশে মেকআপ করার জন্যে পুরোপুরি পারফেক্ট উপকরণ হিসেবে কাজ করবে। Mange 12 Piece Eye Brush Set এর কিছু কমন তথ্য নিচে উল্লেখ করা হলো:
প্রোডাক্ট | Mange 12 Piece Eye Brush Set |
ব্রাশ পিস | ১২ টি |
কার্যকারিতা | আই মেকআপ |
দাম | ৩০০ টাকা |
Mange 12 Piece Eye Brush Set – Black এর স্পেসিফিকেশন
Mange 12 Piece Eye Brush Set – Black নামের ব্রাশ সেটটি যারা কিনে ব্যবহার করতে চান তাদের উচিত শুরুতেই এই দরকারি উপকরণটির স্পেসিফিকেশন সম্পর্কে জেনে রাখা। এটির স্পেসিফিকেশনগুলি নিচে দেওয়া হলো:
- ব্র্যান্ড: Mange
- অরিজিন কান্ট্রি: চীন
- ব্রাশের সংখ্যা: ১২ টি
- কার্যকারিতা: আই মেকআপ
Mange 12 Piece Eye Brush Set – Black এর ফিচার
এবার আসি আজকের আয়োজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্থ্যাৎ Mange 12 Piece Eye Brush Set – Black এর ফিচার সম্পর্কে। এই ব্রাশ সেটটির কিছু গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানতে নিচের পয়েন্টে ফোকাস করুন:
এই ব্রাশ সেটের প্রতিটি ব্রাশ তৈরি করার ক্ষেত্রে সিন্থেটিক হেয়ার ব্যবহার করা হয়েছে। যা অনেক বেশি নরম এবং তুলতুলে। ফলে এটি ব্যবহারের ক্ষেত্রে কোনো ধরণের অসুবিধা হওয়ার কথা নয়।
সেটটি থাকা ১২ টি ব্রাশই আপনার সম্পূর্ণ আই মেকআপকে ভালোভাবে সম্পন্ন করতে যথেষ্ট। মোটকথা চোখের সাজের বিভিন্ন অংশের জন্য প্রয়োজনীয় সেডের ব্রাশের ব্যবস্থা রয়েছে সেটটিতে।
Mange 12 Piece Eye Brush Set তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে অ্যালুনিনিয়াম এবং প্লাস্টিক। যার ফলে এটি অনেকদিন ধরে ব্যবহার করা যাবে। বিশেষ করে এটি তৈরি করার সময় ব্যবহার করা উপাদান প্রতিটি ব্রাশকে অনেক বেশি মজবুত করার ফলেই সহজেই অনেকদিন ধরে সেটটি ব্যবহার করা যাবে।
প্রতিটি ব্রাশকে ব্রাশকে বেশ স্মুথলি তৈরি করা হয়েছে। যার কারণে মেকআপ করার সময় ত্বকে বিন্দু পরিমাণ খোঁচা লাগার কোনো সম্ভাবনা নেই। বিশেষ করে এতে ব্যবহার করা হেয়ার সমান্তরালভাবে প্রয়োজন অনুসারে সাজানো থাকায় চোখের মেকআপে যোগ হবে বাড়তি চমক।
অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগতে পারে এই নিয়ে যে সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে এই Mange 12 Piece Eye Brush Set কোনোরূপ বিরূপ প্রভাব ফেলবে কিনা। এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো সেটটির প্রতিটি ব্রাশকে সংবেদনশীল ত্বকে এপ্লাই করার মতো উপকরণ এবং পদ্ধতি দুটোর সাহায্যেই তৈরি করা হয়েছে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই।
অনেকসময় মেকআপ করার ক্ষেত্রে বিশেষ করে আই মেকআপ করতে গিয়ে বিভিন্ন বিপাকে পড়তে হয়। এমতাবস্থায় সবচেয়ে জটিল সমস্যা সৃষ্টি হয় ঠিক তখনই যখন এপ্লাই করা শেড কিংবা অন্যান্য মেকআপ উপকরণ ত্বক থেকে ঝড়ে পড়ে।
তবে সবচেয়ে খুশির ব্যাপার হলো Mange 12 Piece Eye Brush Set এই মেকআপ উপকরণ ত্বক থেকে পড়ে যাওয়ার সমস্যাটির সমাধান করবে একাই। সেটটিতে থাকা ব্রাশের সাহায্যে চোখের সাজকে কমপ্লিট করতে পারলে আশা করি মেকআপ তোলার সময় পর্যন্ত কোনোরূপ বিরূপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে না।
Mange 12 Piece Eye Brush Set – Black সম্পর্কিত বাড়তি টিপস
- Mange 12 Piece Eye Brush Set এর কোনো ব্রাশ পরিষ্কার করতে হলে ফেইক হেয়ার থাকা অংশটি সাবান পানিতে ভিজিয়ে নিতে পারেন।
- হালকা কচলে ব্রাশ তুলে তা পানি ঝড়িয়ে নিতে হবে। সবশেষে হালকা রোদ আছে এমন স্থানে শুকাতে দিতে হবে।
- আর হ্যাঁ! কোনোভাবেই কড়া রোদ কিংবা হেয়ার ড্রায়ার মেশিনের সাহায্য এই ব্রাশ সেটটিকে শুকানো যাবে না।
Mange 12 Piece Eye Brush Set – Black এর প্রাইজ
মাত্র ৩০০ টাকাতেই পাওয়া যাচ্ছে জনপ্রিয় এই Mange 12 Piece Eye Brush Set। আশা করি আপনার ফ্রেন্ডলি বাজেটের ভেতরেই এর প্রাইজ সিলেক্ট করার কারণে এটি কিনতে বাজেটজনিত কোনো সমস্যায় পড়তে হবে না।
Mange 12 Piece Eye Brush Set – Black এর নেগেটিভ সাইড
যারা ব্রাশের হ্যান্ডেল মোটামুটি সাইজের ব্যবহার করতে পছন্দ করেন তাদের জন্য এই সেটটি পারফেক্ট। তবে অনেক বেশি লম্বা হ্যান্ডেল থাকা ব্রাশ ব্যবহার করার ক্ষেত্রে Mange 12 Piece Eye Brush Set ব্যবহারে কিছুটা আনকমফোর্ট ফিল করতে পারেন। যদিও অনেক বেশি লম্বা হ্যান্ডেল থাকা মেকআপ ব্রাশ ব্যবহার করাটা মেকআপের জন্যে মোটেও গুড প্র্যাকটিস নয়!
ইতি কথা
শুরুতেই বলেছিলাম আজ আমরা Makeup Brush Set Price In Bangladesh নিয়ে আলোচনা করবো। সেদিকটা বিবেচনা করে আমরা আজ এটি সেরামানের আই ব্রাশ সেট সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি এই Mange 12 Piece Eye Brush Set এর ব্যবহার আপনার মেকআপকে আরো আকর্ষণীয় করে তুলবে।