বায়ুমণ্ডলের স্তর কয়টি ও কি কি?
বায়ুমণ্ডলের স্তর মোট পাঁচটি। এগুলো হল-
- ট্রপোমণ্ডল
- স্ট্র্যাটোমণ্ডল
- ওজনমণ্ডল
- মেসোমণ্ডল এবং
- তাপমণ্ডল
১। ট্রপোমণ্ডল
ভূ-পৃষ্ঠের সবচেয়ে নিকটবর্তী বায়ুস্তর। এখানে মানুষের সাথে সাথে অন্যান্য প্রাণী ও জীবাণু বসবাস করে। এটি ভূ-পৃষ্ঠ থেকে 18 কি: মি: পর্যন্ত বিস্তৃত। ট্রপো’ অর্থ হলো পরিবর্তন, অর্থাৎ বাতাস এই ট্রপোমণ্ডলকে সবসময় গতিশীল অবস্থায় রাখে। দৈনন্দিন জীবনে যত পরিবর্তন ঘটে তার সবকিছুই এই ট্রপোমণ্ডলে হয়।
ট্রপোমণ্ডলের তাপমাত্রা ভূ-পৃষ্ঠের উপর নির্ভরশীল। এই স্তরে তাপ ও চাপের পার্থক্য দেখা যায় এই কারণে এই অঞ্চলে বায়ুপ্রবাহের সৃষ্টি হয়। এই অঞ্চলের বায়ুমণ্ডলে অধিকাংশ জলীয়বাষ্প থাকে। এই কারণেই এই স্ত রে মেঘ, ঝড়, বৃষ্টি, প্রভৃতি পরিলক্ষিত হয়।
২। স্ট্র্যাটোমণ্ডল
স্ট্যাটোমণ্ডল, ট্রপোমণ্ডলের উপরে অবস্থিত। বিষম রেখা অঞ্চলে স্ট্যাটোমণ্ডলের পুরুত্ব প্রায় 62km ও মেরু অঞ্চলের এই পুরুত্ব 72 কি: মি: থেকে 80km এর পর্যন্ত হয়ে থাকে। এই স্তরের তাপমাত্রা পরিসর হলো – 56°C থেকে – 2°C পর্যন্ত এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পায়।
৩। ওজোন মণ্ডল
ওজোন মণ্ডলে কোনো মেঘ, ধুলা বা জলীয়বাষ্প থাকে না। এই মণ্ডল ওজন দ্বারা পরিপূর্ণ। ওজন সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে শোষণ করে ফলে এই অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পায়।
৪। মেসোমণ্ডল
স্ট্যাটোমণ্ডলের পরের স্তরকে মেসোমণ্ডল বলে। এটি পৃথিবী পৃষ্ঠ থেকে 80km পর্যন্ত বিস্তৃত। মেসোমণ্ডল খুব ঠাণ্ডা এবং নিম্নচাপবিশিষ্ট। এই স্তরের তাপমাত্রার পরিসর হলো – 2°C থেকে – 92°C পর্যন্ত। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পায়। অঞ্চলে তাপমাত্রা হ্রাস পাওয়ার কারণ হলো ওজন এখানে খুব কম পরিমাণে UV রশ্মি শোষণ করে।
৫। তাপমণ্ডল বা আয়নমণ্ডল
মেসোমণ্ডলের উপরে পৃথিবী পৃষ্ঠ থেকে 500km বিস্তৃত স্তরকে তাপমণ্ডল বা আয়নমণ্ডল বলে। এই স্তরের তাপমাত্রার পরিমাপ হলো 92°C থেকে 1200°C পর্যন্ত। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পায় সূর্য থেকে আসা বিকিরণ শক্তির প্রভাবে এই অঞ্চলের সকল গ্যাসীয় উপাদান আয়ন আকারে থাকে।
পরিবেশ সংক্রান্ত অন্যান্য প্রশ্ন-
মানব স্বাস্থ্যের উপর মাটি দূষণের প্রভাব ব্যাখ্যা কর।