ভরক্রিয়া সূত্র কি?
নির্দিষ্ট তাপমাত্রায় একটি বিক্রিয়ার গতিবেগ বিক্রিয়ায় অংশগ্রহণকারী প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের (মোলার ঘনমাত্রা বা আংশিক চাপ) সমানুপাতিক । সক্রিয় ভরকে দ্রবণের ক্ষেত্রে মোলার ঘনমাত্রা ও গ্যাসীয় বিক্রিয়ায় আংশিকচাপে প্রকাশ করা হয়।