চাহিদা বিধি কী?
উত্তর: অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে, কোনো নির্দিষ্ট সময় পণ্যের দাম কমলে তার চাহিদা বাড়ে এবং দাম বাড়লে চাহিদা কমে। দাম ও চাহিদার পরিমাণের মধ্যকার এরূপ বিপরীত সম্পর্ক যে বিধির সাহায্যে ব্যাখ্যা করা হয় সেই বিধিই হলো চাহিদা বিধি ।
চাহিদা বিধি কি সবসময় কার্যকর হয়
চাহিদা বিধি সবসময় কার্যকর হয় না। বিশেষত ব্যতিক্রম ঘটলে চাহিদা বিধি অকার্যকর হয়। পরিবর্তিত পরিস্থিতি এবং বিশেষ কিছু দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধির ব্যতিক্রম হয়। যেমন- মানুষের অভ্যাস ও রুচির পরিবর্তন, আয়ের পরিবর্তন, ভোক্তার অজ্ঞতা, ভেবলেন দ্রব্য, গিফেন দ্রব্য, বিকল্প দ্রব্য ইত্যাদি ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না।