KMnO4 কে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয় কেন
KMnO4 বা পটাশিয়াম পার ম্যাংগানেট কে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয় কারন-
- KMnO4 দ্রবনে সময়ের সাথে বিয়োজিত হয়ে যায়। আলো, তাপ বা জৈব অপদ্রব্যের উপস্থিতির জন্য এই বিয়োজন আরও ত্বরান্বিত হয় ফলে KMnO4 দ্রবনের ঘনমাত্রা সময়ের সাথে পরিবর্তিত হয়।
- KMnO4 একটি শক্তিশালী জারক হওয়ায় এর মধ্যে থাকা জৈব অপদ্রব্য গুলো কে জারিত করে ফলে এর ঘনমাত্রা সময়ের সাথে পরিবর্তিত হয়।
- প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো বিশুদ্ধ প্রকৃতির হয়। কিন্তু KMnO4 তে সামান্য MnO2 অপদ্রব্য হিসেবে থাকে ফলে KMnO4 কে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হিসেবে বিবেচনা করা না।
আরও পড়ুন-