ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল কি?

সমযোজী মৌল বা যৌগ এবং নিষ্ক্রিয় গ্যাসের অনু সমূহে প্রকার দুর্বল আকর্ষণ বল আছে। অপোলার সমযোজী অণুসমূহের এই আন্তঃআনবিক আকর্ষণ বলকে ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল বলা হয়। 

ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বলের বৈশিষ্ট্য

  1. এই বল খুবই দুর্বল প্রকৃতির। অনুসমূহ খুব নিকটে আসলে এ বল ক্রিয়াশীল হয়। নিকটস্থ অনু সমুহে ক্ষণস্থায়ী ডাইপোল সৃষ্টির কারণে এ আকর্ষণ বলের উদ্ভব ঘটে। এ আকর্ষণ বলের কারণে গ্যাসকে তরল করা যায়।
  2. ডাইপোল-ডাইপোল আকর্ষণ বলের চেয়ে ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল দুর্বল। 
  3. ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বলের কোন দিক নির্দেশক ধর্ম নেই।

বন্ধন সংক্রান্ত অন্যান্য প্রশ্ন-

পাই বন্ধন ও সিগমা বন্ধন বলতে কি বুঝ?

গ্লাইকোসাইড বন্ধন কি?