ভগ্ন উপকূল রেখা কি উন্নয়নের জন্য সহায়ক মাধ্যম?

ভগ্ন উপকূল রেখা উন্নয়নের জন্য সহায়ক। দেশের ব্যবসা-বাণিজ্যের ওপর উপকূল রেখার প্রভাব লক্ষণীয়। এ রেখা ভগ্ন হলে এবং নিকটবর্তী সমুদ্র গভীর হলে সেখানে বন্দর নির্মাণ করা সহজসাধ্য হয়। দেশের ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে আঞ্চলিক বাণিজ্য প্রসারের লক্ষ্যে কক্সবাজার জেলার সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর স্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে।

গভীর সমুদ্রবন্দর স্থাপিত হলে ভারত, চীন ও মায়ানমারসহ এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। এছাড়া চট্টগ্রাম ও মংলা বন্দরের পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলে পায়রা তৃতীয় সমুদ্রবন্দর নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। তাই বলা যায়, দেশের উন্নয়নে ভগ্ন উপকূল রেখা একটি সহায়ক মাধ্যম।