অভ্যন্তরীণ অবস্থান্তর মৌল কারা?
যে সকল মৌলের সর্ব বহিস্থ স্তরের 4f এবং 5f অর্বিটালে ইলেক্ট্রন ক্রমান্বয়ে প্রবেশ করে তাদের অভ্যন্ত্রীণ অবস্থান্তর মৌল বলে।
ল্যান্থানাইড ও অ্যাকটিনাইড মৌলগুলিকে অভ্যন্তরীণ অবস্থান্তর মৌল বলে। এ সকল মৌলের সর্বশেষ ইলেকট্রনটি f-অবিটালে স্থান পায় বলে এদেরকে f-ব্লক মৌলও বলা হয়।
অবস্থান্তর মৌল সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-