লাইকেনের গুরুত্ব (Importance of Lichen) বর্ণনা কর।

দৈনন্দিন জীবনে লাইকেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে লাইকেনের কয়েকটি উপকারী দিক উল্লেখ করা হলো-

  1. মরুজ ক্রমাগমন মরু অঞ্চলে যেখানে অন্যকোন জীব জন্মাতে পারে না তেমন জায়গায় লাইকেন জন্মায় এবং ধীর গতিতে মাটি গঠনে সহায়তা করে। সেখানে লাইকেনের মৃতদেহাবশেষ থেকে হিউমাস গঠিত হয়। এসব হিউমাস পাথরের সাথে মিশে মাটি গঠন করে। এরপর সেখানে পর্যায়ক্রমে অন্যান্য জীব সম্প্রদায় জন্মাতে আরম্ভ করে। অর্থাৎ লাইকেন জেরোসিরি পর্যায়ের সূচনা করে।
  2. মানুষের খাদ্য হিসেবে অধিকাংশ লাইকেনে ‘লাইকেনিন’ (Lichenin) নামক এক প্রকার কার্বোহাইড্রেট থাকার কারণে কতক প্রজাতি মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। নরওয়ে, সুইডেন ও আইসল্যান্ডের অধিবাসীরা Cetraria islandica নামক লাইকেনটি খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। ভারতের মাদ্রাজে Parmelia, মিশরে Evernia এবং চীন জাপানে Endocarpon miniatum (স্টোন মাশরুম) নামক লাইকেন মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
  3. পশুর খাদ্য হিসেবে তুন্দ্রা অঞ্চলের কিছু লাইকেন Reindeer মস (Cladonia rangiferina) নামে পরিচিত। এগুলো বলগা হরিণ ও গবাদি পশুর প্রিয় খাদ্য। কীট পতঙ্গের লার্ভার খাদ্য হিসেবেও লাইকেন ব্যবহৃত হয়ে থাকে।
  4. অ্যান্টিবায়োটিক হিসেবে বিভিন্ন লাইকেন থেকে উৎপন্ন উসনিক অ্যাসিড গ্রাম পজেটিভ ব্যাকটেরিয়ার উপরে অ্যান্টিবায়োটিক রূপে কার্যকর।
  5. টিউমার (ক্যান্সার) রোগে: লাইকেন জাত Usno এবং Evosin নামক অ্যান্টিসেপটিক ক্রিম টিউমার প্রতিরোধক, ব্যথা নিরাময়ক এবং ভাইরাস প্রতিরোধক। কিছু লাইকেন Lichenin ও Isolichenin সৃষ্টি করে। এরা টিউমার প্রতিরোধী।
  6. হৃদরোগে: এনজাইনা নামক মারাত্মক হৃদরোগে Rocella montaignei লাইকেন থেকে উৎপন্ন Erythrin ব্যবহৃত হয়।
  7. বিভিন্ন রোগে: জলাতঙ্কের ওষুধ হিসেবে Peltigera, হুপিং কফ রোগে Cladonia এবং যন্ত্রার ওষুধ হিসেবে Cetraria islandica ব্যবহার করা হয়। এছাড়াও জন্ডিস, ডায়রিয়া, অবিরাম জ্বর এবং নানাবিধ চর্মরোগেও লাইকেন জাত ওষুধ ব্যবহার করা হয়।
  8. উদ্ভিদ রোগ নিরাময়ে: লাইকেন থেকে প্রাপ্ত সোডিয়াম উসনেট টমেটোর ক্যাঙ্কার রোগ এবং লিকানোরিক অ্যাসিড তামাকের মোজাইক রোগ নিরাময়ে ব্যবহৃত হয়।