উপকরণ মূল্য কোনো দ্রব্যের যোগানকে কীভাবে প্রভাবিত করে?
উত্তর: উৎপাদনের উপকরণের দামের সাথে যোগানের পরিমাণ বিপরীতভাবে সম্পর্কিত। উপকরণের দাম বাড়লে উৎপাদন ব্যয় বৃদ্ধিহেতু উৎপাদনের পরিমাণ হ্রাস পায়। ফলে যোগান হ্রাস পায়। বিপরীতক্রমে উপকরণের দাম কমলে উৎপাদন ব্যয় হ্রাসহেতু উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায় ফলে যোগান বৃদ্ধি পায়।