সমগোত্রীয় শ্রেণি কি?
একই প্রকার কার্যকরী মূলক বিশিষ্ট এবং প্রায় একই ধরনের রাসায়নিক ধর্ম বিশিষ্ট যৌগ সমূহের শ্রেনি, যাদের পাশাপাশি দুটি যৌগের মধ্যে শুধুমাত্র মিথিলিন (CH2) মূলকের পার্থক্য আছে, তাকে সমগোত্রীয় শ্রেণি বা হোমোলগাস সিরিজ বলে। একই সমগোত্রীয় শ্রেণির প্রত্যেক সদস্য যৌগকে এক একটি সমগোত্রক বা হোমোলগ বলে।
যেমন- অ্যালকোহল একটি সমগোত্রীয় শ্রেনী। এই শ্রেনীর প্রথম সদস্য মিথানল, দ্বিতীয় সদস্য ইথানল। মিথানল ও ইথানলের মধ্যে শুধুমাত্র -CH2- মিথিলিন মূলকের পার্থক্য আছে।
মিথানলের সংকেত CH3OH এবং ইথানলের সংকেত CH3CH2OH.
সমগোত্রীয় শ্রেণির যৌগসমূহের সাধারণ বৈশিষ্ট্য
i) এদের একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। যেমন- CnH2n+2 হলো অ্যালকেনের এবং CnH2n হলো অ্যালকিনের সাধারণ সংকেত।
ii) পাশাপাশি দুটি সমগোত্রের মধ্যে মিথিলিন – CH2- মূলকের পার্থক্য থাকে। যেমন- মিথেন CH4, ও ইথেনের CH3-CH3 মধ্যে -CH2- মূলকের পার্থক্য থাকে।
ii) সমগোত্রীয় শ্রেণির একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে। যেমন- হাইড্রোক্সিল (OH) হলো অ্যালকোহলের কার্যকরী মূলক।
iii) সমগোত্রীয় শ্রেণির যৌগসমূহকে একই সাধারণ পদ্ধতিতে প্রস্তুত করা যায়।
iv) এদের প্রত্যেকের একই কার্যকরীমূলক থাকায় এদের মধ্যে রাসায়নিক ধর্মে সাদৃশ্য থাকে। কিন্তু এদের আণবিক ভর বৃদ্ধির সাথে ভৌত ধর্ম যেমন, গলনাংক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব প্রভৃতির ক্রম পরিবর্তন ঘটে।