সমসত্ত্ব ও অসমস্বত্ত প্রভাবক কি?

প্রভাবক কঠিন, তরল ও বায়বীয় তিন অবস্থায় পাওয়া যায়। বিক্রিয়ায় অংশগ্রহণকারী বস্তুর ভৌত অবস্থা এবং অনুঘটকের ভৌত অবস্থার উপর নির্ভর করে অনুঘটককে দুইটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। যথা,

  • সমসত্ত্ব প্রভাবক ও
  • অসমসত্ত্ব প্রভাবক।

সমসত্ত্ব প্রভাবক

প্রভাবক ও বিক্রিয়ক যদি একই ফেজ বা দশায় থাকে তবে ঐ প্রভাবককে সমসত্ত্ব প্রভাবক বলে। যেমন- সালফার ডাই অক্সাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় সালফার ট্রাই অক্সাইড উৎপাদনে নাইট্রিক অক্সাইড প্রভাবক হিসেবে কাজ করে। এখানে সালফার ডাই অক্সাইড, অক্সিজেন এবং নাইট্রিক অক্সাইড সবাই গ্যাস অর্থাৎ একই দশায় থাকে।

2SO2 (g) + O2 (g) + [NO(g)] = 2SO3(g) + [NO(g)]

অসমত্ব প্রভাবক

যদি প্রভাবক ও বিক্রিয়ক ভিন্ন ভিন্ন দশায় থাকে তবে তাকে অসমসত্ত্ব প্রভাবক বলে। যেমন- H2SO4 উৎপাদনের স্পর্শ প্রণালিতে SO2 এর জারণ প্রক্রিয়ায় কঠিন প্রভাবক Pt/V2O5 ব্যবহার করা হয়।

2 SO2 + O2 ⇌ 2 SO3

প্রভাবক সম্পর্কিত অন্যান্য পোস্ট-

অনুঘটক বা প্রভাবক কি?