HCl একটি পোলার যৌগ কেন?

হাইড্রোজেন একটি তড়িৎ ধনাত্মক মৌল অন্যদিকে ক্লোরিন তীব্র তড়িৎ ঋনাত্মক মৌল। এজন্য H-Cl বন্ধনের ইলেক্ট্রন জোড়া ক্লোরিন পরমাণু নিজের দিকে টেনে নিয়ে আংশিক ঋনাত্মক চার্জ অর্জন করে এবং হাইড্রোজেন পরমাণুতে আংশিক ধনাত্মক চার্জের সৃষ্টি হয়। এজন্য HCl একটি সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও পোলার যৌগ হিসেবে আচরণ করে।

আরও পড়ুন-

অ্যালকোহল পানিতে দ্রবণীয় কেন?

মিথান্যাল পানিতে দ্রবণীয় কেন?

পানি একটি ডাইপোল কেন?