Skip to content
- খাদ্যদ্রব্য পচন ও বিষক্রিয়া সৃষ্টি: কিছুসংখ্যক মৃতজীবী ছত্রাক আমাদের খাদ্যদ্রব্যে পচন ও বিষক্রিয়া সৃষ্টি করে। যেমন-Aspergillus, Penicillium প্রভৃতি ছত্রাক আচার, চাটনি, জ্যাম ও জেলি নষ্ট করে দেয় এবং ছত্রাকের আক্রমণে গুদামজাত শস্য নষ্ট হয়। Aspergillus flavus মাইকোটক্সিন সৃষ্টি করে।
- উদ্ভিদের রোগ সৃষ্টি: পরজীবী ছত্রাক আবাদি ফসলের মারাত্মক রোগ সৃষ্টি করে। রাইট, ব্লাস্ট, মিলডিউ, রট প্রভৃতি উদ্ভিদ রোগের কারণ বিভিন্ন প্রজাতির পরজীবী ছত্রাক।
- পিটার দ্যা গ্রেট ১৭২২ খ্রিস্টাব্দে তুরস্ক দখল করতে যায়। আরগোট আক্রান্ত রাই খেয়ে পরদিন সকালে তার শতাধিক ঘোড়া পক্ষাঘাতগ্রন্থ হয়ে পড়ে এবং বহুলোক মারা যায়। পরিণামে অভিযান বন্ধ ঘোষিত হয়।
- প্রাণীর রোগ সৃষ্টিতে: Aspergillus, Mucor, Rhizopus, Cercospora প্রভৃতি ছত্রাক মানুষ ও অন্যান্য প্রাণীদেহে বিভিন্ন রোগ সৃষ্টি করে। Microsporium ছত্রাকের আক্রমণে মানুষের মাথায় চুল পড়ে গিয়ে টাকের সৃষ্টি হয়।
- কাগজ বিনষ্টকরণে: Penicilium, Alternaria Fusarium জাতীয় ছত্রাক কাগজের উপর জন্মিয়ে কাগজ বিনষ্ট করে ফেলে।
- কাঠের পচন ও ক্ষয়: বহু ছত্রাক (Poria, Serpula, Polyporus) আছে যারা কাঠের পচন সৃষ্টি করে মূল্যবান সম্পদ বিনষ্ট করে।
- ৬। চামড়া ও কাপড়ে চিতি: বর্ষাকালে চামড়া ও কাগজের উপর Aspergillus ছত্রাক জন্মায় এবং চামড়া ও কাপড়ের উপর চিতি তৈরি করায় চামড়া ও কাপড় নষ্ট হয়ে যায়।
- গৃহপালিত পশু-পাখি ও মাছের রোগ: Aspergillus funigatus ছত্রাক হাঁস-মুরগি ও পাখির গর্ভপাত ঘটায়। Microsporium canis নামক ছত্রাক কুকুর ও ঘোড়ার শরীরে দাদ জাতীয় চর্মরোগ সৃষ্টি করে। Saprolegnia parasitica ছত্রাক দ্বারা মাছের স্যামন রোগ সৃষ্টি হয়।
- মানুষের রোগ সৃষ্টি: : Trichophyton rubrum নামক ছত্রাকের আক্রমণে মানুষের দেহে দাদরোগ সৃষ্টি। হয়। বিন্নি ছত্রাকঘটিত রোগগুলোকে একত্রে মাইকোসিস (Mycoses) এবং অ্যাম্পারজিলোসিস (Aspergelloses) বলা হয়। Mucor ও Rhizopus গণের কোনো কোনো প্রজাতি মস্তিষ্ক, ফুসফুস ও খাদ্য নালিতে জাইগোমাইকোসিস নামক রোগ সৃষ্টি করে। Trichoderma Candida গণের কোনো কোনো প্রজাতি পুরুষাঙ্গের রোগ সৃষ্টি করে । যক্ষ্মার মতো ফুসফুসের coccidiomycosis নামক রোগ হয় এক প্রকার স্যাক ফাংগাস দিয়ে। Absidia corymbifera নামক ছত্রাক মানুষের দেহে ব্রঙ্কোমাইকোসিস নামক রোগ সৃষ্টি করে। Candida albicans নামক ছত্রাক মুখ, নাক, গলা ইত্যাদি স্থানের মিউকাস ঝিল্লির ক্ষতিসাধন করে। এই রোগকে candidiasis বলে। ঐসব স্থানে অবস্থানরত ব্যাকটেরিয়া Candida-র আক্রমণ প্রতিহত করে রাখে। অ্যান্টিবায়োটিক গ্রহণের কারণে ব্যাকটেরিয়া ধ্বংসপ্রাপ্ত হলে Candida-র আক্রমণ মারাত্মক হয়।