Hair Dryer price in Bangladesh 2023

একটি হেয়ার-ড্রায়ার এমন একটি গ্যাজেট,যেটিকে মাল্টি-পারপাসে ব্যবহার করা যেতে পারে।শীতের সময় ভেজা চুলে থাকলে ঠান্ডা লাগবে নির্ঘাত। সহজ সমাধান? একটি হেয়ার ড্রায়ার ! নেইল-পলিশ শুকনোর প্রয়োজন? হেয়ার ড্রায়ার দিয়ে মূহুর্তেই শুকিয়ে ফেলুন ! 

হেয়ার ড্রায়ারের দাম নেহাত বেশী নয়,তবে মানসম্পন্ন এবং সঠিক ফিচার্সযুক্ত হেয়ার ড্রায়ার বেছে নিতে হলে অবশ্যই স্পেসিফিকেশন ও সকল ছোটো খাটো সম্পর্কে জানতে হবে।

বর্তমান বাজারের,সবচেয়ে লেটেস্ট হেয়ার ড্রায়ারগুলোর মধ্যে নিঃসন্দেহে এগিয়ে থাকবে নিম্বের এই ৫ টি হেয়ার ড্রায়ারঃ

Philips Hair Dryer Bhc017/00 Thermoprotect 1200 Watts with Air Concentrator + Diffuser Attachment – Pink

ব্র্যান্ড ফিলিপ
ওয়াটেজ১২০০
হিট সেটিং সংখ্যা ৩ টি 
স্পিড সেটিং সংখ্যা ৩টি 
কোল্ড এয়ার ফিচার্স রয়েছে 
এয়ার কনসেন্ট্রেশন রয়েছে 
ডিফিউজার এটাজমেন্ট রয়েছে 
কুল শট রয়েছে 
হ্যাঙ্গিং লুপ রয়েছে 
ফোল্ডেবল হ্যাঁ 
থার্মো প্রটেক্টর হিট সেটিংস রয়েছে 

ওয়ারেন্টিঃ ২ বছর 

বর্তমান বাজারমূল্যঃ ১৫০০৳ 

ইউজার এক্সপেরিয়েন্স ও রিভিউঃ 

নিঃসন্দেহে ১৫০০৳’র ভেতরে সেরা একটি হেয়ার ড্রায়ার। মোট ৩ টি হিট সেটিং ও স্পিড সেটিংস রয়েছে, সুতরাং নিজের সুবিধা মাফিক ব্যবহার করতে পারবেন ।ফলে চুলের যত্ন নিতে সুবিধা হবে,এবং চুলকে হিট ড্যামেজ থেকে রক্ষা করতে পারবেন। পিংক কালারের এই হেয়ার ড্রায়ারটি বেশ গুড লুকিং এবং বহুল ফিচার্সসম্পন্ন। 

5-Star Barber Dryer with Concentrated Air Flow for Enhanced Drying Speeds with Retro-Chrome Design – Model 5054

ব্র্যান্ড Barber
ওয়াটেজ২০০০
হিট সেটিং সংখ্যা ২ টি 
স্পিড সেটিং সংখ্যা ২ টি 
কোল্ড এয়ার ফিচার্স রয়েছে 
এয়ার কনসেন্ট্রেশন রয়েছে 
ডিফিউজার এটাজমেন্ট নেই 
কুল শট রয়েছে 
হ্যাঙ্গিং লুপ রয়েছে 
ফোল্ডেবল না
থার্মো প্রটেক্টর হিট সেটিংস নেই 

ওয়ারেন্টিঃ নেই 

বর্তমান বাজারমূল্যঃ৭৯০৳ 

ইউজার এক্সপেরিয়েন্স ও রিভিউঃ

চুলের  ন্যাচেরাল ময়সচোরাইজ বজায় রাখতে সহায়তা করে এই হেয়র ড্রাইয়ার। এটি অনেক দ্রুত চুল শুকিয়ে ফেলতে সক্ষম।  কুল শ্যুট অপশনটি সত্যি কার্যকর। আকারে খানিকটা বড় হলেও,দারুন একটি হেয়ার ড্রায়ার। 

Philips Hair Dryer BHD318/00 1600 Watts Thermoprotect AirFlower Advanced Ionic Care 3 Heat & Speed Settings to Give Frizz Free Shiny Hair-Purple

ব্র্যান্ড ফিলিপ
ওয়াটেজ১৬০০
হিট সেটিং সংখ্যা ৩টি 
স্পিড সেটিং সংখ্যা ৩ টি 
কোল্ড এয়ার ফিচার্স রয়েছে 
এয়ার কনসেন্ট্রেশন রয়েছে 
ডিফিউজার এটাজমেন্ট নেই 
কুল শট রয়েছে 
হ্যাঙ্গিং লুপ রয়েছে 
ফোল্ডেবল হ্যাঁ 
থার্মো প্রটেক্টর হিট সেটিংস রয়েছে 

ওয়ারেন্টিঃ ২ বছর 

বর্তমান বাজারমূল্যঃ১৭৫০৳ 

ইউজার এক্সপেরিয়েন্স ও রিভিউঃ 

এটি ১৬০০ ওয়াটের একটি হেয়ার ড্রায়ার এবং তার সাথে রয়েছে ৩ টি হিট সেটিং অপশন ও ৩ টি স্পিড সেটিং অপশন। যাদের চুল তুলনামূলক পাতলা তাদের জন্য এটি আরো বেশী কার্যকর। এটি চুলগুলোকে “সাইনি লুকিং” করে তোলে। চুলের সিল্কনেস বজায় রাখে।  

Havells HD3181 1600 W Unisex Foldable Hair Dryer

ব্র্যান্ড Havells 
ওয়াটেজ১৬০০
হিট সেটিং সংখ্যা ২ টি 
স্পিড সেটিং সংখ্যা ১ টি 
কোল্ড এয়ার ফিচার্স নেই 
এয়ার কনসেন্ট্রেশন রয়েছে 
ডিফিউজার এটাজমেন্ট নেই 
কুল শট রয়েছে 
হ্যাঙ্গিং লুপ রয়েছে 
ফোল্ডেবল হ্যাঁ 
থার্মো প্রটেক্টর হিট সেটিংস নেই 

ওয়ারেন্টিঃ ২ বছর 

বর্তমান বাজারমূল্যঃ২২৯৯

ইউজার এক্সপেরিয়েন্সঃ 

বক্স কন্টেন্ট হিসেবে একটি ডিটাচেবল নজেল দেওয়া রয়েছে। যেটি ব্যবহার করে আপনি আপনার চুলের স্পেসিফিক অংশ শুকোতে পারবেন। এটি একটি ফোল্ডেবল হেয়ার ড্রায়ার, যার ফলে আপনার চুলের যত্ন আরো সহজতর হবে। চুলের সিল্কনেস,ময়েসচোরাইজার ও ন্যাচরালিটি বজায় রাখার পাশপাশি বেশ দ্রুতই ভেজা চুল শুকিয়ে দিতে সক্ষম হ্যাভেলের এই হেয়ার ড্রায়ারটি। 

VEGA Pro Touch 1800-2000 Hair Dryer (VHDP-02)

ব্র্যান্ড 
ওয়াটেজ১৮০০ -২০০০
হিট সেটিং সংখ্যা ২টি 
স্পিড সেটিং সংখ্যা ২ টি 
কোল্ড এয়ার ফিচার্স নেই 
এয়ার কনসেন্ট্রেশন রয়েছে 
ডিফিউজার এটাজমেন্ট নেই 
কুল শট রয়েছে 
হ্যাঙ্গিং লুপ রয়েছে 
ফল্ডেবল না 
থার্মো প্রটেক্টর হিট সেটিংস নেই 

ওয়ারেন্টিঃ ১ বছর  

বর্তমান বাজারমূল্যঃ ২৭৫০৳  

বক্স কন্টেন্ট হিসেবে দুটি দুটি ডিটাবেচল নজেল রয়েছে। ফাস্টেস্ট এয়ারফ্লোয়ের কারণে চুল শুকোতে অনেক কম সময়ের প্রয়োজন হয়। তবে দাম অনুপাতে ফিচার্স সংখ্যা বাড়ানোর প্রয়োজন ছিলো। যদিও এটি দারুনভাবে চুলের ময়সচোরাইজার বজায় রাখে, চুলকে করে বাউন্সি ও সিল্কি ! 

হেয়ার ড্রায়ার ব্যবহারের নিয়মঃ

  • চুল ভালো ভাবে মুছে নিন।
  • ডান হাতে হেয়ার ড্রায়ার এবং বাম হাতে চিরুনি নিয়ে, দুই হাতের সাহায্যে চুল শুকোতে থাকুন। 
  • অবশ্যই চুল অন্তত ২৫% শুকনো থাকতে হবে। কোনো অবস্থাতেই সম্পূর্ণ ভেজা চুল ড্রায়ারে শুকোতে দেওয়া যাবে না। এতে চুলের রুক্ষতা বেড়ে যায়, চুলের ময়সচোরিটি নষ্ট হয়। 
  • যদি নিয়মিত হেয়ার ড্রায়ার ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই নিয়মিত  চুলে ওয়েল ম্যাসাজ করতে ভুলবেন না ।মূলত হেয়ার ড্রায়ার ব্যবহারের ফলে চুল নির্জিব হয়ে পড়ে, সে কারণেই এই ব্যবস্থা। 

হেয়ার ড্রায়ার এর ক্ষতিকর দিক ও কিছু সতর্কতা- 

অনেক হেয়ার স্পেশালিস্ট হেয়ার ড্রায়ার ব্যবহার ব্যবহার থেকে বিরত থাকার কথা বলে থাকেন। এর বেশ কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে। হেয়ার ড্রায়ার ব্যবহারে চুল পড়ার মাত্রা বেড়ে যায়, চুল ফেটে যায়, চুলের গঠণ নষ্ট হয়ে যায়। এবং সবচেয়ে ভয়ের বিষয় হলো এটি ব্রেনের নিউরোনের ক্ষতির কারণ হয়ে দাড়াতে পারে। 

প্রত্যেকটি গ্যাজেট বা এপ্লাইন্সেস ব্যবহারের একটি লিমিটেশন রয়েছে। কাজেই হেয়ার ড্রায়ার ব্যবহারের একটি সিমাবদ্ধতা রয়েছে যদি আমরা এর ক্ষতিকর দিক থেকে বেঁচে থাকতে চাই।খুব একটা প্রয়োজন ব্যতীত এটি ব্যবহার না করার পরামর্শ থাকবে। যদি বিষয়টা এমন হয় যে,তাড়াহুরো করে কোথায় বেড়োতে হবে, সে ক্ষেত্রে হেয়ার ড্রায়ার ব্যবহার করে চুল ঝটপট শুকিয়ে ফেলতে পারেন নিমেষেই। 

হয়তো প্রযুক্তির এমন উভমূখী প্রভাবের জন্য ক্রিশ্চিয়ান লুইস লেঞ্জ বলেছিলেন, প্রযুক্তি হলো এক উপকারী চাকর তবে এক ভয়ংকর মালিক।