GNP নির্ণয়ের সময় কোন কোন বিষয় বিবেচনা করতে হয়?
উত্তরঃ GNP নির্ণয়ের সময় নিম্নলিখিত বিষয়সমূহ বিবেচনা করতে হয়—
১. একটি নির্দিষ্ট সময়ের জন্য গণনা করতে হবে।
২.শুধু চলতি বছরের চূড়ান্তভাবে উৎপাদিত পণ্য ও সেবা গণনা করতে হবে।
৩. উৎপাদিত দ্রব্যের আর্থিক মূল্য থাকতে হয়। ৪.বেআইনি উৎপাদন অন্তর্ভুক্ত করা যাবে না
৫.মূলধনী লাভ-লোকসান অন্তর্ভুক্ত করা যাবে না।
৬. বিদেশে কর্মরত দেশীয় নাগরিকদের আয় অন্তর্ভুক্ত করতে হবে এবং দেশে কর্মরত বিদেশি নাগরিকদের আয় বাদ দিতে হবে ।