পত্ররন্ধ্রের কাজ লিখ।
পত্ররন্ধ্রের কাজ নিম্নরুপ-
- উদ্ভিদের ভেতর ও বাইরের পরিবেশের মধ্যে গ্যাসের আদান-প্রদান করাই এর কাজ।
- সালোকসংশ্লেষণের সময় রন্ধ্রপথে বায়ু হতে CO₂ গ্যাস গ্রহণ ও O₂ গ্যাস ত্যাগ করে।
- শ্বসনের সময় রন্ধ্রপথে বায়ু হতে O₂ গ্যাস গ্রহণ ও CO₂ গ্যাস ত্যাগ করে।
- মূল কর্তৃক সংগৃহীত পানি প্রস্বেদনের সাহায্যে বাষ্পাকারে বের করে দেয়াই এ রন্ধ্রের প্রধান কাজ।
- রক্ষীকোষ পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে।
- রক্ষীকোষের ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরি করে।