মেমব্রেন প্রোটিনের কাজ কি?
প্রকৃতকোষে প্লাজমামেমব্রেন অনেক ধরনের কাজ করে থাকে। প্রধান কাজ হলো একটি প্রতিবন্ধকতা হিসেবে কাজ করা যাতে পানিগ্রাহী অণু, আয়ন সহজে এপার-ওপার আসা-যাওয়া না করতে পারে। এ কাজটি করে থাকে ফসফোলিপিড বাইলেয়ার। অন্য সকল কাজ করে থাকে মেমব্রেন প্রোটিন। যেমন—
- হরমোন, নিউরোট্রান্সমিটার, রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস ইত্যাদির জন্য রিসেপ্টর হিসেবে কাজ করে। যেমন- ইনসুলিন রিসেপ্টর।
- বিশেষ চ্যানেল, পাম্প, ক্যারিয়ার ও ইলেক্ট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে বিভিন্ন অণু, আয়ন, ইলেক্ট্রন ট্রান্সপোর্টকরে।
- এনজাইম হিসেবে কাজ করে। সেল মেমব্রেনে অবস্থিত ‘মেমব্রেন বাউন্ড এনজাইম’ adenylate cyclase ATPথেকে সাইক্লিন AMP সংশ্লেষ করে।
- টিস্যু এবং অঙ্গের কোষ গ্রুপের সাথে শক্তভাবে ধরে রাখে অর্থাৎ কোষের সাথে কোষের সংযুক্তি রক্ষা করে।
- কতক প্রোটিন সাইটোস্কেলিটনের সাথে সংযুক্ত হয়ে স্থির অবস্থায় থাকে।
একই ধরনের অন্যন্য প্রশ্ন-
প্লাজমামেমব্রেন বা কোষঝিল্লি (Plasma membrane or Cell membrane) কি?
প্লাজমামেমব্রেন-এর গঠনসংক্রান্ত ফ্লুইড-মোজাইক মডেল (Fluid-Mosaic Model) কি?