মেমব্রেন প্রোটিনের কাজ কি?

প্রকৃতকোষে প্লাজমামেমব্রেন অনেক ধরনের কাজ করে থাকে। প্রধান কাজ হলো একটি প্রতিবন্ধকতা হিসেবে কাজ করা যাতে পানিগ্রাহী অণু, আয়ন সহজে এপার-ওপার আসা-যাওয়া না করতে পারে। এ কাজটি করে থাকে ফসফোলিপিড বাইলেয়ার। অন্য সকল কাজ করে থাকে মেমব্রেন প্রোটিন। যেমন—

  1. হরমোন, নিউরোট্রান্সমিটার, রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস ইত্যাদির জন্য রিসেপ্টর হিসেবে কাজ করে। যেমন- ইনসুলিন রিসেপ্টর।
  2. বিশেষ চ্যানেল, পাম্প, ক্যারিয়ার ও ইলেক্ট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে বিভিন্ন অণু, আয়ন, ইলেক্ট্রন ট্রান্সপোর্টকরে।
  3. এনজাইম হিসেবে কাজ করে। সেল মেমব্রেনে অবস্থিত ‘মেমব্রেন বাউন্ড এনজাইম’ adenylate cyclase ATPথেকে সাইক্লিন AMP সংশ্লেষ করে।
  4. টিস্যু এবং অঙ্গের কোষ গ্রুপের সাথে শক্তভাবে ধরে রাখে অর্থাৎ কোষের সাথে কোষের সংযুক্তি রক্ষা করে।
  5. কতক প্রোটিন সাইটোস্কেলিটনের সাথে সংযুক্ত হয়ে স্থির অবস্থায় থাকে।

একই ধরনের অন্যন্য প্রশ্ন-

প্লাজমামেমব্রেন বা কোষঝিল্লি (Plasma membrane or Cell membrane) কি?

প্লাজমামেমব্রেন-এর গঠনসংক্রান্ত ফ্লুইড-মোজাইক মডেল (Fluid-Mosaic Model) কি?