কোষঝিল্লির কাজ কি?

কোষঝিল্লির কাজ নিম্নরুপ-

  1. এটি কোষীয় সব বস্তুকে ঘিরে রাখে।
  2. বাইরের প্রতিকূল অবস্থা হতে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে।
  3. কোষঝিল্লির মধ্যদিয়ে বস্তুর স্থানান্তর, ব্যাপন নিয়ন্ত্রণ ও সমন্বয় (control and coordinate) হয়।
  4. ঝিল্লিটি একটি কাঠামো হিসেবে কাজ করে যাতে বিশেষ এনজাইম এতে বিন্যস্ত থাকতে পারে।
  5. ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে বস্তু স্থানান্তর করে।
  6. বিভিন্ন বৃহদাণু (macro-molecule) সংশ্লেষ করতে পারে।
  7. বিভিন্ন রকম তথ্যের ভিত্তি (information source) হিসেবে কাজ করে।
  8. পারস্পরিক বন্ধন, বৃদ্ধি ও চলন ইত্যাদি কাজেও এর ভূমিকা আছে।
  9. ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন ও পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু গ্রহণ করে।
  10. এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে।
  11. কোষের বাইরে থেকে নিউরোট্রান্সমিটার, হরমোন ইত্যাদি রূপে তথ্য সংগ্রহ করে।
  12. স্নায়ু উদ্দীপনা সংবহন করে।