কোষঝিল্লির কাজ কি?
কোষঝিল্লির কাজ নিম্নরুপ-
- এটি কোষীয় সব বস্তুকে ঘিরে রাখে।
- বাইরের প্রতিকূল অবস্থা হতে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে।
- কোষঝিল্লির মধ্যদিয়ে বস্তুর স্থানান্তর, ব্যাপন নিয়ন্ত্রণ ও সমন্বয় (control and coordinate) হয়।
- ঝিল্লিটি একটি কাঠামো হিসেবে কাজ করে যাতে বিশেষ এনজাইম এতে বিন্যস্ত থাকতে পারে।
- ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে বস্তু স্থানান্তর করে।
- বিভিন্ন বৃহদাণু (macro-molecule) সংশ্লেষ করতে পারে।
- বিভিন্ন রকম তথ্যের ভিত্তি (information source) হিসেবে কাজ করে।
- পারস্পরিক বন্ধন, বৃদ্ধি ও চলন ইত্যাদি কাজেও এর ভূমিকা আছে।
- ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন ও পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু গ্রহণ করে।
- এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে।
- কোষের বাইরে থেকে নিউরোট্রান্সমিটার, হরমোন ইত্যাদি রূপে তথ্য সংগ্রহ করে।
- স্নায়ু উদ্দীপনা সংবহন করে।