FeCl2 এর গলনাংক FeCl3 অপেক্ষা বেশি কেন

ফাজানের নীতি অনুসারে আমরা জানি যে, ক্যাটায়নের চার্জের পরিমাণ যত বাড়বে বন্ধনের পোলারায়ন তত বৃদ্ধি পাবে ফলে উক্ত যৌগের সমযোজী বৈশিষ্ট তত বাড়বে। যেহেতু FeCl2 তে আয়রনের চার্জ 2+ এবং FeCl3 তে আয়রনের চার্জ 3+ সুতরাং ফাজানে নীতি অনুসারে FeCl3 এর সমযোজী বৈশিষ্ট বেশি। অর্থাৎ, FeCl3 অপেক্ষা FeCl2 বেশি আয়নিক। আবার সমযোজী যৌগের গলনাংক আয়নিক যৌগের চেয়ে কম হয়। এজন্য FeCl2 এর গলনাংক FeCl3 অপেক্ষা বেশি।

আরও পড়ুন-

ফাযানের নীতি কী?

SnCl2 একটি আয়নিক যৌগ কিন্তু SnCl4 সমযোজী কেন?

পোলারায়ন বৃদ্ধি পেলে তা যৌগের দ্রাব্যতার উপর কি প্রভাব ফেলে?