Fe3+ এবং Fe2+ আয়নদ্বয়ের মধ্যে কোনটি অধিক স্থায়ী?
Fe3+ এবং Fe2+ আয়নদ্বয়ের মধ্যে Fe3+ অধিক স্থায়ী। Fe3+ এবং Fe2+ ইলেক্ট্রন বিন্যাস নিম্নরুপ-
Fe2+ (26) = 1s2 2s22p6 3s23p63d6
Fe3+(26) = 1s2 2s22p6 3s23p63d5
Fe3+ এর ইলেক্ট্রন বিন্যাস থেকে দেখা যায় যে আয়রন তিনটি ইলেক্ট্রন ত্যাগ করে অর্ধপূর্ণ 3d অর্বিটাল হয়। অন্যদিকে Fe2+আয়নে d অরবিটাল অর্ধপূর্ণ না। যেহেতু অর্ধপূর্ণ অরবিটাল অধিক স্থিতিশীল সুতরাং Fe3+ এবং Fe2+ আয়নদ্বয়ের মধ্যে Fe3+ অধিক স্থায়ী।
আরও পড়ুন-আউফবাউ নীতি কি? পটাশিয়ামের ১৯ তম ইলেক্ট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন?