তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত ফ্যারাডের প্রথম সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা কর।

দ্রবণে বা গলিত অবস্থায় কোন তড়িৎবিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ চার্জ প্রবাহিত করলে পদার্থের বিয়োজনের পরিমাণ তথা ইলেক্ট্রোডে দ্রবীভূত বা জমাকৃত পদার্থের ভর, প্রবাহিত তড়িৎ চার্জ এর সমানুপাতিক।

ধরি, কোনো ইলেক্ট্রডের মধ্যে দিয়ে Q পরিমাণ চার্জ প্রবাহিত করার ফলে ইলেক্ট্রডে সংঘটিত বিক্রিয়ার ফলে দ্রবীভূত বা সঞ্চিত পদার্থের পরিমাণ W। তাহলে ফ্যারডের প্রথম সূত্র অনুসারে-

W α Q

W α It  [যেহেতু Q = It, I= তড়িৎ প্রবাহ, t = সময়]

W = Zit (Z = তড়িৎ রাসায়নিক তূল্যাংক)

ফ্যারাডের প্রথম সূত্রের প্রমান

যে কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেমন AgNO3, এর জলীয় দ্রবণে Ag তড়িৎদ্বার নিমজ্জিত করে দ্রবণটির মধ্য দিয়ে বিভিন্ন সময়ের জন্য একই পরিমাণ কারেন্ট চালনা করে ক্যাথোডে সঞ্চিত Ag এর ভর ‘W’ পরিমাপ করলে দেখা যাবে যে, ক্যাথোডে সঞ্চিত ধাতুর পরিমাণ প্রত্যেক ক্ষেত্রে সময় এবং কারেন্টের গুণফলের সমাণুপাতিক অর্থাৎ প্রবাহিত তড়িৎ চার্জের সমানুপাতিক। সুতরাং একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে একই পরিমাণ কারেন্ট I যদি t1, t2, t3 ….. সময়ের জন্য প্রবাহিত করলে ক্যাথোডে সঞ্চিত মৌলের ভর W1, W2, W3….. হয় তবে দেখা যায় যে-

W1: W2 : W3 = It1: It2: It3 অর্থাৎ,

W α It 

বা, W α Q

সুতরাং দেখা যায় যে, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে যে হারে তড়িৎ চার্জ (Q) চালনা করা হয় সে হারে অ্যানোডে বা ক্যাথোডে মৌল বিমুক্ত হয় অর্থাৎ ফ্যারাডের প্রথম সূত্র প্রমাণিত হয়।