সীমাবদ্ধ যোগানের ক্ষেত্রে যোগান বিধি অকার্যকর- ব্যাখ্যা কর।
উত্তর: সীমাবদ্ধ যোগানের ক্ষেত্রে যোগান বিধি অকার্যকর। কিছু কিছু পণ্য আছে যেগুলোর উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা নেই। সে সকল পণ্যের ক্ষেত্রে যোগান বিধি কার্যকর হয় না। যেমন— জয়নুল আবেদিনের শিল্পকর্ম, পুরাতন মুদ্রা, পুরাতন ডাকটিকিট এগুলোর দাম যতই বাড়ুক তার যোগান বাড়বে না। এক্ষেত্রে যোগান রেখা ডানদিকে ঊর্ধ্বগামী হবে না। অর্থাৎ যোগান বিধি কার্যকর হবে না।