ইথিন থেকে ইথাইন প্রস্তুতি।
ইথিন কে প্রথমে ব্রোমিন পানির সাথে বিক্রিয়া করিয়ে 1,2-ডাইব্রোমোইথেন প্রস্তুত করা হয়।
1,2-ডাইব্রোমোইথেন কে অ্যালকোহলীয় KOH সহ উত্তপ্ত করলে হাইড্রোজেন ব্রোমাইড অপসারিত হয়ে প্রথমে ইথিন ও পরিশেষে ইথাইন উৎপন্ন হয়।
ইথিন সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-
ইথিনের কার্বন-কার্বন বন্ধন দৈর্ঘ্য অপেক্ষা অ্যাসিটিলিনের কার্বন-কার্বন বন্ধন দৈর্ঘ্য হ্রাস পায় কেন?
sp2 হাইব্রিডাইজেশন কি? ইথিলিনের sp2 হাইব্রিডাইজেশন ব্যাখ্যা কর।