ইথানয়িক এসিড থেকে ইথানল প্রস্তুতি।
ইথানয়িক এসিডকে বিজারিত করে ইথানল প্রস্তুত করা যায়। পরীক্ষাগারে ইথানয়িক এসিড কে লিথিয়াম এ্যালুমিনিয়াম হাইড্রাইড (LiAlH4) দ্বারা বিজারিত করে ইথানল প্রস্তুত করা হয়। যেমন,
ইথানল থেকে ইথানয়িক এসিড প্রস্তুতি
পরীক্ষাগারে ইথানলকে শক্তিশালী জারক যেমন, অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত করে ইথানয়িক এসিড তৈরি করা যায়। যেমন,