মানব স্বাস্থ্যের উপর মাটি দূষণের প্রভাব ব্যাখ্যা কর।
মাটিতে যদি বিষাক্ত রাসায়নিক পদার্থ অথবা মানুষ ও অন্যান্য জীবন্ত প্রাণীর জন্য বিপদজ্জনক ক্ষতিকর কোনো পদার্থ মিশে থাকে তখন মাটি দূষণ ঘটে। মানুষের স্বাস্থ্যের উপর মাটি দূষণের অসংখ্য ক্ষতিকর প্রভাব রয়েছে। ক্ষতিকর এই প্রভাব মূষিত মাটির সংস্পর্শে থাকার কারণেও হতে পারে অথবা দূষিত মাটির সংস্পর্শে থাকা পানি এবং বাতাস থেকেও হতে পারে।
মাটি দূষণের কারণে মানুষের স্বাস্থ্যের উপর যে ক্ষতিকর প্রভাবগুলো পড়ে থাকে তা নিম্নরূপ
- মাটি দূষণের কারণে মানুষ আমাশয়, কলেরা, টাইফয়েড, কিউ-জ্বর, অ্যানথ্যাক্স রোগে আক্রান্ত হতে পারে।
- শিশুদের মানবিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে।
- শিশুদের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত করে।
- শিশুদের বুদ্ধির বিকাশ বাধাগ্রস্ত হয়।
- মানুষের মধ্যে অনীহা, উদাসীনতা, উত্তেজনা সৃষ্টি করে।
- মানবিক ও শারীরিক দুর্বলতা ও ক্লান্তির সৃষ্টি করে।
- মস্তিষ্ক কোষের বিনাশ ঘটে এবং ক্রিয়াহীন হয়ে পড়ে।
- পেশির শৈথিল্য ঘটে।
- মানুষ দৃষ্টিহীন এবং বধির হয়।
- হিমোগ্লোবিন সংশ্লেষণ বাধাগ্রস্ত হয় এবং অ্যানিমিয়া রোগ হয়।
- কিডনি নষ্ট হয়ে যায়।
- রক্তচাপ বৃদ্ধি, হ্রদরোগ এবং হাইপার টেনশন সৃষ্টি করে ।
- ফুসফুস নিষ্ক্রিয় হয়ে পড়ে।
- হাত ও পায়ের তালুতে চর্মরোগ সৃষ্টি হয়, রঙিন দাগের সৃষ্টি হয় পায়ের তালুর স্থানে স্থানে পুরু ও শক্ত হয়ে যায়।
- মানুষের “ব্ল্যাকফুট” ডিজিস হয়।
- মানুষের হজম শক্তি হ্রাস ঘটে।
- মায়েরা মৃত সন্তান জন্ম দেয়।
- শিশুরা বিকলঙ্গ হয়। অস্বাভাবিক শিশু জন্ম গ্রহণ করে।
- মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ক্যান্সারের সৃষ্টি হয়।
(প্রশ্নের নম্বরের উপর ভিত্তি করে যেকোনো ৫/১০ প্রভাব লিখতে হবে।)
দূষণ সংক্রান্ত অন্যান্য প্রশ্ন-
সিসা দূষণের ফলে মানব দেহে কি রোগ হয়?
রাসায়নিক সার কী? নাইট্রোজেন গঠিত রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব আলোচনা কর।