যোগানের ওপর সময়ের প্রভাব ব্যাখ্যা কর।

যোগানের ওপর সময়ের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা, সময় কোনো দ্রব্যের যোগানকে নানাভাবে প্রভাবিত করে। স্বল্পমেয়াদে দাম পরিবর্তন হলেও রাতারাতি যোগানের পরিবর্তন সম্ভব হয় না। কিন্তু দীর্ঘমেয়াদে দামের পরিবর্তনের সাথে সাথে যোগানের পরিবর্তন ঘটে। এভাবে সময় যোগানকে প্রভাবিত করে।

যোগান সম্পর্কিত অন্যান্য পোস্ট-

চাহিদা আমানত ও অর্থের যোগানের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।

সময় কীভাবে কোনো দ্রব্যের যোগানকে প্রভাবিত করে?

উপকরণ মূল্য কোনো দ্রব্যের যোগানকে কীভাবে প্রভাবিত করে?