বৈশ্বিক সম্পর্ক কি অর্থনীতির বিভিন্ন খাতকে প্রভাবিত করে?
বিশ্বায়ন বা বৈশ্বিক সম্পর্ক অর্থনীতির বিভিন্ন খাতকে প্রভাবিত করে। বর্তমান যুগ হলো বিশ্বায়নের যুগ। যেখানে বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া, যা অধিক জনগণের মধ্যে অবাধ পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার দ্বারা মূলধন বাজারের সমন্বয়ে পণ্য, সেবা ও প্রযুক্তির অবাধ লেনদেনের সুযোগ তৈরি করে। এজন্য একটি দেশের বিভিন্ন কৃষি, শিল্প ও সেবা খাতের উৎপাদন ও উন্নয়ন অনেকাংশে বিশ্বায়নের ওপর নির্ভর করে।
বাংলাদেশের সাথে বিশ্বের অন্যান্য দেশের বৈশ্বিক সম্পর্কের উন্নয়নের ফলে এদেশের জনগণ বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের স্থান করে নিয়েছে। অর্থাৎ বাংলাদেশ বিশ্বায়নের সুফল ভোগ করছে। এতে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে যা দেশটির কৃষি, শিল্প ও সেবা খাতের উন্নয়নে ব্যবহৃত হচ্ছে। আবার, বিশ্বায়নের ফলে বাংলাদেশে তৈরি বিভিন্ন পণ্য বা সেবা রপ্তানি করতে পারছে। কাজেই পরিশেষে বলা যায়, বিশ্বায়ন একটি দেশের বিভিন্ন খাতে প্রভাব বিস্তার করে ।