সিসা দূষণের ফলে মানব দেহে কি রোগ হয়?

একজন শহরবাসী প্রতিদিন মোটামুটি 200-300 mg খাবারের মাধ্যমে এবং পানিও বাতাসের মাধ্যমে 10-15 mg লেড গ্রহণ করে থাকে। মোট গ্রহণের মধ্যে 200 mg শরীর হতে বিভিন্ন পদ্ধতিতে বের হয়ে যায় কিন্তু প্রতিদিন 25 mg লেড শরীরে জমতে থাকে। লেড বিপাকীয় বিষ হিসাবে কাজ করে। পরিবেশের বিভিন্ন উৎস থেকে লেড মানুষের শরীরে প্রবেশ করে এবং বিভিন্ন ধরনের শারীরিক জটিলতার সৃষ্টি করে।

disease caused by lead in human

মানুষের শরীরে লেডের বিষক্রিয়া ঘটলে নিম্নোক্ত রোগ হয়

  1. মানুষের ভুলে যাওয়া রোগ হয়, বাচ্চারা পড়া ভুলে যায়। সবকিছুতে অমনোযোগী হয়, বাচ্চারা ধীরে ধীরে বাড়ে।
  2. আগ্রহহীনতা বৃদ্ধি পায়, ঝগড়াটে মনোভাব বাড়ে।
  3. পরিপাক সংক্রান্ত বিপর্যয় ঘটে।
  4. উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন ও অনিদ্রা রোগ হয়।
  5. শারীরিক এবং মানসিক ক্লান্তি, ক্ষুধাহীনতা দেখা দেয়।
  6. কারণে অকারণে পেটে যন্ত্রণা হয়।
  7. বমি বমি ভাব সৃষ্টি হয়।
  8. চরম কোষ্টকাঠিন্য দেখা দেয়।
  9. ওজন কমে যেতে শুরু করে, কানে কম শোনে।
  10. মাথা ব্যথা, দুর্বলতার সৃষ্টি হয়।
  11. খিঁচুনি দেখা দেয়।
  12. স্নায়বিক যন্ত্রণা হয়।
  13. থাইরয়েডের সমস্যা, অন্তঃক্ষরা গ্রন্থির কার্যক্ষমতা হ্রাস পায়।
  14. কিডনী বা বৃক্কের সমস্যা বৃদ্ধি পায়।
  15. গেটেবাত হয়।
  16. মানসিক লক্ষণের মধ্যে রয়েছে অস্তিরতা, অনিদ্রা, উত্তেজনা, উদ্ভিগ্নতা, হতাশা, ভ্রম, ঝগড়াটে আচরণ করা, দুঃস্বপ্ন দেখা ইত্যাদি।
  17. বিকলাঙ্গ শিশু জন্ম নেয়া।

(প্রশ্নের নম্বরের উপর ভিত্তি করে যেকোনো ৫/১০ প্রভাব লিখতে হবে।)

দূষণ সংক্রান্ত অন্যান্য প্রশ্ন-

মানব স্বাস্থ্যের উপর মাটি দূষণের প্রভাব ব্যাখ্যা কর।

মানুষের উপর পার্টিকুলেট এর প্রভাব।

পরিবেশের উপর কীটনাশকের প্রভাব আলোচনা কর।