শৈবাল ও ছত্রাক এর মধ্যে পার্থক্য কি?
শৈবাল ও ছত্রাক এর মধ্যে পার্থক্য নিম্নরুপ-
শৈবাল | ছত্রাক |
---|---|
এদের অধিকাংশ পানিতে বাস করে অর্থাৎ জলজ। | এদের অধিকাংশ স্থলে বাস করে অর্থাৎ স্থলজ। |
কোষে ক্লোরোফিল আছে। | কোষে ক্লোরোফিল নেই। |
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করে, তাই স্বভোজী। | এরা নিজের খাদ্য তৈরি করতে পারে না, তাই পরভোজী। খাদ্যের জন্য অন্য জীবদেহ বা জৈব বস্তুর উপর নির্ভরশীল। |
এদের জন্য আলো অত্যাবশ্যক (সালোকসংশ্লেষণ করে বলে)। | এদর জন্য আলো অত্যাবশ্যক নয়। |
এদের কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ দিয়ে গঠিত। | এদের কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত। |
এদের সঞ্চিত খাদ্য শ্বেতসার (শর্করা)। | এদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন ও তৈলবিন্দু। |
যৌন জননাঙ্গগুলো ক্রমাগত সরল অবস্থা হতে জটিল অবস্থায় পরিণত হয়েছে। | যৌন জননাঙ্গ জটিল অবস্থা হতে ক্রমাগত সরলতর অবস্থায় প্রাপ্ত হয়েছে। |
এরা সাধারণত জীবদেহে রোগ সৃষ্টি করে না। | এদের অনেক প্রজাতি জীবদেহে রোগ সৃষ্টি করে। |