রাসায়নিক বিক্রিয়ার ক্রম ও আণবিকতার মধ্যে পার্থক্য লিখ।
বিক্রিয়ার ক্রম
নিম্নে রাসায়নিক বিক্রিয়ার ক্রম ও আণবিকতার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পার্থক্য তুলে ধরা হলো –
বিক্রিয়ার ক্রম
১. কোন বিক্রিয়ার পরীক্ষালব্ধ বিক্রিয়া হার সমীকরণ এ উপস্থিত ঘনমাত্রা রাশিগুলোর ঘাতের সমষ্টি হল বিক্রিয়াটির ক্রম।
২. বিক্রিয়ার ক্রম পরীক্ষালব্ধ রাশি, এর সাথে বিক্রিয়ার সমতাযুক্ত সমীকরণে বিক্রিয়ক গুলির সহগ বা অনু সংখ্যার কোন সম্পর্ক নেই।
৩. বিক্রিয়া ক্রমের মান পূর্ণ সংখ্যা, শূণ্য বা ভগ্নাংশ হতে পারে।
৪. জটিল বিক্রিয়ার ক্রম হল ওর সামগ্রিক বিক্রিয়ার ক্রম। এর মান সবচেয়ে ধীর গতি ধাপের উপর নির্ভরশীল।
৫. তাপমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা ও চাপের পরিবর্তনের মাধ্যমে কোন বিক্রিয়ার ক্রম পরিবর্তন করা যায়।
৬. বিক্রিয়ার ক্রম বিক্রিয়া পাত্রের দ্বারা প্রভাবিত হয় অর্থাৎ স্থির নয় এবং পরিবেশের উপর নির্ভরশীল।
৭. সরল বিক্রিয়াসমূহ ক্ষেত্রে বিক্রিয়ার সাহায্যে এর ক্রম নির্ণয় করা যায়।
৮. বিক্রিয়া ক্রম বিশ্লেষণ করে বিক্রিয়া কৌশল নির্ণয়ে অগ্রসর হওয়া যায়।
বিক্রিয়ার আনবিকতা
১. কোন বিক্রিয়ার সর্বনিম্ন যতগুলি অনু-পরমানু মূল্যায়ন অংশগ্রহণ করে উৎপাদন করে তা হল ঐ বিক্রিয়ার আনবিকতা।
২.আনবিকতা তাত্ত্বিক রাশি। এর মান কোন বিক্রিয়া সমীকরণে উপস্থিত বিক্রিয়কের সংখ্যার যোগফলের সমান।
৩. আনবিকতা সব সময় পূর্ণ সংখ্যা হয়। এর মান কখনো শূন্য বা ভগ্নাংশ হয় না।
৪. জটিল বিক্রিয়ার ক্ষেত্রে সামগ্রিক বিক্রিয়ার কোন আনবিকতা নেই। যেসব বিক্রিয়ার সমন্বয়ে জটিল বিক্রিয়া হয় তাদের নিজেস্ব আনবিকতা আছে।
৫. তাপমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা বা চাপের পরিবর্তন করে বিক্রিয়ার আনবিকতা পরিবর্তন করা যায় না।
৬. বিক্রিয়ার আনবিকতা স্থির এটি পাত্রে আকার বা পরিবেশের উপর নির্ভরশীল না।
৭. সরল বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার ক্রম ও আনবিকতা একই হয়।
৮. বিক্রিয়ার আনবিকতা বিক্রিয়ার কৌশল সম্পর্কে ধারনা দেয়।