প্রস্বেদন ও বাষ্পীভবনের মধ্যে পার্থক্য কি?
প্রস্বেদন ও বাষ্পীভবনের মধ্যে পার্থক্য নিম্নরুপ-
প্রস্বেদন | বাষ্পীভবন |
এটি একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। | এটি একটি ভৌত প্রক্রিয়া। |
এতে নানা ধরনের চাপের উদ্ভব ঘটে। | এতে কোনো ধরনের চাপের উদ্ভব ঘটে না। |
এতে পাতার তলে (Surface) আর্দ্রতা দেখা যায়। | এতে পাতার উপরিতলে শুষ্কতা দেখা দেয়। |
এ প্রক্রিয়ায় উদ্ভিদ দেহের অতিরিক্ত পানি বাষ্পে পরিণত হয় এবং স্টোম্যাটা, লেন্সিসেল ও কিউটিকল দিয়ে নির্গত হয়। | এ প্রক্রিয়ায় উন্মুক্ত স্থান থেকে পানি সরাসরি বাষ্পে পরিণত হয়। |
এ প্রক্রিয়া জীবিত কোষে সংঘটিত হয় এবং প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয়। | কোনো জীবিত কোষ এ প্রক্রিয়ার সাথে জড়িত থাকে না। প্রোটোপ্লাজমের কোনো ভূমিকা নেই। |
প্রস্বদন সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-
পত্ররন্ধ্রীয় প্রস্বেদন ও ত্বকীয় প্রস্বেদন এর মধ্যে পার্থক্য