সিগমা বন্ধন ও পাই বন্ধনের পার্থক্য লিখ।

সিগমা বন্ধন ও পাই বন্ধনের পার্থক্য নিচে দেয়া হল-

সিগমা বন্ধনপাই বন্ধন
১। সিগমা বন্ধন গঠনে অরবিটালদ্বয় একই সরলরেখায় থাকে।১। পাই বন্ধন গঠনে অরবিটালদ্বয় সমান্তরাল অবস্থায় থাকে ।
২। অরবিটাল দ্বারা মুখোমুখি সর্বোচ্চ অভিলেপন বা অধিক্রমণের ফলে সৃষ্ট সিগমা বন্ধন দৃঢ় হয়।২। অরবিটালদ্বয়ের আংশিক পার্শ্ব অভিলেপন বা অধিক্রমণের ফলে সৃষ্ট পাই বন্ধন দুর্বল থাকে ।
৩। সকল একক বন্ধন সিগমা বন্ধন দ্বারা গঠিত।৩। সিগমা বন্ধন সৃষ্টির পর সম্ভব হলে একটি ও দুটি বন্ধন সৃষ্টির মাধ্যমে দ্বিবন্ধন ও ত্রিবন্ধন হয়।
৪। সিগমা বন্ধনযুক্ত পরমাণুদ্বয় তাদের অক্ষ বরাবর ঘুরতে পারে।৪। বন্ধন সৃষ্টির ফলে পরমাণুদ্বয় অক্ষ বরাবর ঘুরতে পারে না ।
৫। সংকর অরবিটাল ও বিশুদ্ধ অরবিটাল উভয় ক্ষেত্রে সিগমা বন্ধন হতে পারে।৫। s অরবিটাল ও সংকর অরবিটাল ছাড়া অন্য অরবিটালে পাই বন্ধন ঘটতে পারে।

Read English version-

Difference between sigma and pi bond.