মূল ও কাণ্ডের অন্তর্গঠনগত পার্থক্য লিখ
মূল ও কাণ্ডের অন্তর্গঠনগত পার্থক্য নিম্নরুপ-
মূল | কাণ্ড |
---|---|
মূলত্বকের বাইরে কিউটিকল থাকে না। | কাণ্ডত্বকের বাইরে কিউটিকল থাকে। |
মূলরোম সর্বদাই এককোষী হয়। | কাণ্ডরোম সাধারণত বহুকোষী হয়। |
মূলত্বকে সাধারণত পত্ররন্ধ্র (স্টোম্যাটা) থাকে না। | কাণ্ডত্বকে সাধারণত পত্ররন্ধ্র (স্টোম্যাটা) থাকে। |
মূলে অন্তঃত্বক বিদ্যমান এবং বৃত্তাকার। কোষের পার্শ্ব প্রাচীর স্থুল। | কাণ্ডে অন্তঃত্বক থাকলে (একবীজপত্রী উদ্ভিদকাণ্ডে অনুপস্থিত) সাধারণত ঢেউ খেলানো। কোষের পার্শ্ব প্রাচীর স্থূল নয়। |
অধঃত্বক অনুপস্থিত। | অধঃত্বক উপস্থিত। |
কর্টেক্স তুলনামূলকভাবে বড়। | কর্টেক্স অপেক্ষাকৃত ছোট। |
ভাস্কুলার বান্ডল সবসময়ই অরীয়। | কাণ্ডের ভাস্কুলার বান্ডল সংযুক্ত, সমপার্শ্বীয় অথবা সমদ্বিপার্শ্বীয়। |
মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে থাকে। অর্থাৎ জাইলেম এক্সার্ক। | মেটাজাইলেম পরিধির দিকে এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে থাকে। অর্থাৎ জাইলেম এন্ডার্ক। |
পরিচক্র সর্বদাই উপস্থিত এবং একস্তরবিশিষ্ট। | পরিচক্র বহুস্তরবিশিষ্ট (দ্বিবীজপত্রী) অথবা, অনুপস্থিত (একবীজপত্রী)। |