মূল ও কাণ্ডের অন্তর্গঠনগত পার্থক্য লিখ

মূল ও কাণ্ডের অন্তর্গঠনগত পার্থক্য নিম্নরুপ-

মূলকাণ্ড
মূলত্বকের বাইরে কিউটিকল থাকে না।কাণ্ডত্বকের বাইরে কিউটিকল থাকে।
মূলরোম সর্বদাই এককোষী হয়।কাণ্ডরোম সাধারণত বহুকোষী হয়।
মূলত্বকে সাধারণত পত্ররন্ধ্র (স্টোম্যাটা) থাকে না।কাণ্ডত্বকে সাধারণত পত্ররন্ধ্র (স্টোম্যাটা) থাকে।
মূলে অন্তঃত্বক বিদ্যমান এবং বৃত্তাকার। কোষের পার্শ্ব প্রাচীর স্থুল।কাণ্ডে অন্তঃত্বক থাকলে (একবীজপত্রী উদ্ভিদকাণ্ডে অনুপস্থিত) সাধারণত ঢেউ খেলানো। কোষের পার্শ্ব প্রাচীর স্থূল নয়।
অধঃত্বক অনুপস্থিত।অধঃত্বক উপস্থিত।
কর্টেক্স তুলনামূলকভাবে বড়।কর্টেক্স অপেক্ষাকৃত ছোট।
ভাস্কুলার বান্ডল সবসময়ই অরীয়।কাণ্ডের ভাস্কুলার বান্ডল সংযুক্ত, সমপার্শ্বীয় অথবা সমদ্বিপার্শ্বীয়।
মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে থাকে। অর্থাৎ জাইলেম এক্সার্ক।মেটাজাইলেম পরিধির দিকে এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে থাকে। অর্থাৎ জাইলেম এন্ডার্ক।
পরিচক্র সর্বদাই উপস্থিত এবং একস্তরবিশিষ্ট।পরিচক্র বহুস্তরবিশিষ্ট (দ্বিবীজপত্রী) অথবা, অনুপস্থিত (একবীজপত্রী)।