ব্রায়োফাইট ও টেরিডোফাইট এর মধ্যে পার্থক্য লিখ
ব্রায়োফাইট ও টেরিডোফাইট এর মধ্যে পার্থক্য নিম্নরুপ-
ব্রায়োফাইট | টেরিডোফাইট |
---|---|
১। মূল উদ্ভিদ গ্যামিটোফাইট তথা হ্যাপ্লয়েড (n) | ১। মূল উদ্ভিদ স্পোরোফাইট তথা ডিপ্লয়েড (2n)। |
২। এর স্পোরোফাইট গ্যামিটোফাইটের উপর সম্পূর্ণ নির্ভরশীল। | স্পোরোফাইট ও গ্যামিটোফাইট স্বতন্ত্র উদ্ভিদ। |
৩। এর স্পোর অঙ্কুরিত হয়ে প্রোটোনেমা বা থ্যালাস উৎপন্ন করে। | ৩। এর স্পোর অঙ্কুরিত হয়ে প্রোথ্যালাস উৎপন্ন করে। |
৪। এদের পরিবহণ টিস্যুগুচ্ছ নেই (অভাস্কুলার)। | ৪। এদের পরিবহণ টিস্যুগুচ্ছ আছে (ভাঙ্গুলার)। |
৫। মসের পাতা সোরাস বহন করে না। | ৫। ফার্নের পাতা সোরাস বহন করে। |
৬। শুক্রাণু দ্বিফ্ল্যাজেলাবিশিষ্ট। | ৬। শুক্রাণু বহু ফ্ল্যাজেলাবিশিষ্ট। |