প্রোটোপ্লাজম ও সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য কি?
প্রোটোপ্লাজম ও সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য নিম্নরুপ-
প্রোটোপ্লাজম | সাইটোপ্লাজম |
১। কোষের সমুদয় সজীব অংশকে বলা হয় প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি। | ১। নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমের অংশ হলো সাইটোপ্লাজম। |
২। প্রোটোপ্লাজম কোষঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস-এ তিন অংশে বিভেদিত। | ২। সাইটোপ্লাজম দুটি অংশে বিভক্ত; যথা— সাইটোপ্লাজমীয় অঙ্গাণু ও মাতৃকা। এটি প্রোটোপ্লাজমেরই এক অংশ। |
৩। প্রোটোপ্লাজম নিউক্লিয়াসযুক্ত; তাই বংশগতির ধারক ও বাহক। | ৩। সাইটোপ্লাজম নিউক্লিয়াসবিহীন, তাই সাধারণত বংশগতির ধারক ও বাহক নয়। |
৪। জীবনের আধার হিসেবে কাজ করে। | ৪। কতিপয় অঙ্গাণুর আধার হিসেবে কাজ করে। |