আদিকোষ ও প্রকৃতকোষের মধ্যে পার্থক্য লিখ।
আদিকোষ ও প্রকৃতকোষের মধ্যে পার্থক্য নিম্নরুপ-
আদিকোষ | প্রকৃতকোষের |
১। নিউক্লিয়াস অগঠিত, অর্থাৎ এতে কোনো আবরণী ঝিল্লি, নিউক্লিওপ্লাজম ও নিউক্লিওলাস থাকে না। DNA অঞ্চলকে নিউক্লিওয়েড বলে। | ১। নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ একটি ডবল আবরণী ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত অবস্থায় ক্রোমোসোম, নিউক্লিওপ্লাজম ও নিউক্লিওলাস অবস্থান করে। |
২। DNA বৃত্তাকার, ১টি, এতে কোনো হিস্টোন প্রোটিন থাকে না, তাই একে সত্যিকার ক্রোমোসোম বলা যায় না। | ২। DNA সূত্রাকার, একাধিক, হিস্টোন প্রোটিনের সাথে মিলিতভাবে প্রকৃত ক্রোমোসোম হিসেবে অবস্থান করে। |
৩। আবরণীবেষ্টিত কোনো অঙ্গাণু থাকে না। শুধু রাইবোসোম থাকে । | ৩। আবরণীবেষ্টিত অঙ্গাণু যেমন- মাইটোকন্ড্রিয়া ও অন্যান্য অঙ্গাণু থাকে। |
৪। রাইবোসোম 70S | ৪। রাইবোসোম 80S |
৫। সাইটোস্কেলিটন থাকে না। | ৫। সাইটোস্কেলিটন থাকে। |
৬। RNA পলিমারেজ এক প্রকার। | ৬। RNA পলিমারেজ তিন প্রকার। |
৭। অপেরন থাকে। | ৭। অপেরন থাকে না। |
৮। ইন্ট্রনস নেই । | ৮। ইন্ট্রনস আছে । |
৯। কোষ বিভাজন অ্যামাইটোসিস । | ৯। কোষ বিভাজন মাইটোসিস ও মায়োসিস প্রক্রিয়ায়। |
১০। ট্রান্সক্রিপশনের সাথে সাথেই ট্রান্সলেশন শুরু হয়। | ১০। ট্রান্সক্রিপশনের পর বেশ বিলম্বে ট্রান্সলেশন শুরু হয়। |
১১। অবাত শ্বসন ঘটে। | ১১। সবাত শ্বসন ঘটে। |