ফটোসিস্টেম-। এবং ফটোসিস্টেম-II এর মধ্যে পার্থক্য কি?
ফটোসিস্টেম-। এবং ফটোসিস্টেম-II এর মধ্যে পার্থক্য নিম্নরুপ-
ফটোসিস্টেম-। | ফটোসিস্টেম-II |
ফটোসিস্টেম-। ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েডের পর্দার বাইরের দিকে অবস্থিত। | ফটোসিস্টেম-II ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েডের পর্দার ভেতরের দিকে অবস্থিত।। |
বিক্রিয়াকেন্দ্রে ক্লোরোফিল a-700 থাকে। | বিক্রিয়াকেন্দ্রে ক্লোরোফিল a-680 থাকে। |
চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশনের সাথে সম্পর্কযুক্ত | কেবলমাত্র অচক্রীয় ফটোফসফোরাইলেশনের সাথে সম্পর্কযুক্ত। |
অপেক্ষাকৃত বেশি পরিমাণে ক্লোরোফিল a থাকে। | অপেক্ষাকৃত কম পরিমাণে ক্লোরোফিল a থাকে। |
NADP বিজারণে ইলেকট্রন প্রদান করে। | NADP বিজারণে প্রোটন প্রদান করে |
ঘাটতি ইলেক্ট্রন PS-II থেকে এসে পূরণ হয়। | ঘাটতি ইলেক্ট্রন পানি থেকে এসে পুরণ হয়। |
এটি ফটোলাইসিস-এর সাথে সংযুক্ত নয়। | এতে সংযুক্ত থাকে পানি বিশ্লেষণকারী এনজাইম এবং পানি বিশ্লেষিত হয়ে ইলেক্ট্রন, প্রোটন ও অক্সিজেন তৈরি হয়। |