ফটোফসফোরাইলেশন ও অক্সিডেটিভ ফসফোরাইলেশন এর মধ্যে পার্থক্য কি?
ফটোফসফোরাইলেশন ও অক্সিডেটিভ ফসফোরাইলেশন এর মধ্যে পার্থক্য নিম্নরুপ-
ফটোফসফোরাইলেশন | অক্সিডেটিভ ফসফোরাইলেশন |
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বিদ্যমান। | সবাত শ্বসন প্রক্রিয়ায় বিদ্যমান |
ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেনে ঘটে। | মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে ঘটে। |
আণবিক O2-এর প্রয়োজন হয় না। | আনবিক O2 এর প্রয়োজন হয়। |
ফটোসিস্টেম জড়িত। | ফটোসিস্টেম জড়িত নয়। |
শক্তির মূল উৎস সূর্যালোক। | ইলেকট্রন পরিবহণের সময় জারণ- বিজারণের ফলে শক্তি যুক্ত হয় এবং তা দিয়ে ATP তৈরি হয়। |