মোলার দ্রবণ এবং মোলাল দ্রবন এর মধ্যে পার্থক্য কি?
মোলার দ্রবণ এবং মোলাল দ্রবন এর মধ্যে পার্থক্য নিম্নরুপ-
মোলার দ্রবণ | মোলাল দ্রবন |
১. 1000 mL বা 1000 cm3 দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে ঐ দ্রবণকে মোলার দ্রবণ বলে। | ১. 1000 g দ্রাবকে কোনো দ্রবের 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে, উৎপন্ন দ্রবণটিকে ঐ দ্রবের মোলাল দ্রবণ বলে। |
২. মোলার দ্রবণের ঘনমাত্রাকে molL-1 দ্বারা প্রকাশ করা হয়। | ২৷ মোলাল দ্রবণের ঘনমাত্রাকে mol Kg-1 এককে প্রকাশ করা এককে হয়। |
৩. মোলার দ্রবণের ঘনমাত্রা তাপমাত্রার উপর নির্ভরশীল। | ৩. মোলাল দ্রবণের ঘনমাত্রা তাপমাত্রার উপর নির্ভরশীল নয় । |
৪. মোলার দ্রবণ তৈরির সময় 1 মোল পদার্থকে প্রথমে কিছু পরিমাণ দ্রাবকে দ্রবীভূত করা হয় এবং পরে তার মধ্যে অতিরিক্ত দ্রাবক যোগ করে দ্রবণের আয়তন 1000 mL করা হয়। | ৪. মোলাল দ্রবণ তৈরির সময় সঠিক 1000 g দ্রাবক নিয়ে তাতে 1 মোল দ্রব দ্রবীভূত করা হয়। এক্ষেত্রে দ্রবণের মোট আয়তন নির্ভর করে দ্রাবকে দ্রব দ্রবীভূত হওয়ার ফলে আয়তনের হ্রাস বা বৃদ্ধি হয় কিনা তার উপর । |
ঘনমাত্রা সম্পর্কিত অন্যান্য প্রশ্ন –