গ্লাইকোলাইসিস ও ক্রেবস্ চক্রের মধ্যে পার্থক্য কি?

গ্লাইকোলাইসিস ও ক্রেবস্ চক্রের মধ্যে পার্থক্য নিম্নরুপ-

গ্লাইকোলাইসিস ক্রেবস্ চক্র
গ্লাইকোলাইসিস সবাত শ্বসনের প্রথম ধাপ।ক্রেবস্ চক্র সবাত শ্বসনের তৃতীয় ধাপ।
কোষের সাইটোপ্লাজমে ঘটে।মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সংঘটিত হয়।
CO2 উৎপন্ন হয় না।CO2 উৎপন্ন হয়।
শ্বসনিক বস্তুর আংশিক জারণ ঘটে।শ্বসনিক বস্তুর সম্পূর্ণ জারণ ঘটে।
অপর নাম EMP পথ।অপর নাম সাইট্রিক অ্যাসিড চক্র বা TCA চক্র (Tricarboxylic Acid cycle)
উৎপন্ন শক্তির পরিমাণ কম। ২টি ATP, ২টি NADH + H+উৎপন্ন শক্তির পরিমাণ অনেক বেশি। 2ATP, 6NADH + H+ এবং 2 FADH2