গ্লাইকোলাইসিস ও ক্রেবস্ চক্রের মধ্যে পার্থক্য কি?
গ্লাইকোলাইসিস ও ক্রেবস্ চক্রের মধ্যে পার্থক্য নিম্নরুপ-
| গ্লাইকোলাইসিস | ক্রেবস্ চক্র |
| গ্লাইকোলাইসিস সবাত শ্বসনের প্রথম ধাপ। | ক্রেবস্ চক্র সবাত শ্বসনের তৃতীয় ধাপ। |
| কোষের সাইটোপ্লাজমে ঘটে। | মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সংঘটিত হয়। |
| CO2 উৎপন্ন হয় না। | CO2 উৎপন্ন হয়। |
| শ্বসনিক বস্তুর আংশিক জারণ ঘটে। | শ্বসনিক বস্তুর সম্পূর্ণ জারণ ঘটে। |
| অপর নাম EMP পথ। | অপর নাম সাইট্রিক অ্যাসিড চক্র বা TCA চক্র (Tricarboxylic Acid cycle) |
| উৎপন্ন শক্তির পরিমাণ কম। ২টি ATP, ২টি NADH + H+ | উৎপন্ন শক্তির পরিমাণ অনেক বেশি। 2ATP, 6NADH + H+ এবং 2 FADH2 |