এনানসিওমার ও ডায়াস্টেরিওমার এর পার্থক্য কি?
এনানশিওমার ও ডায়াস্টেরিওমারের মধ্যে পার্থক্য নিম্নরূপ
এনানশিওমার | ডায়াস্টেরিওমার |
ন্যূনতম একটি কাইরাল কার্বন থাকলেই এনানশিওমার হবে। | ১. ন্যূনতম দুটি কাইরাল কার্বন থাকলেই ডায়াস্টেরিওমার হতে পারে । |
২. এনানশিওমার হলো স্টেরিও সমাণু জোড়া যা পরস্পর দর্পণ প্রতিবিম্ব কিন্তু অ-উপরিস্থাপনীয়। | ২. ডায়াস্টেরিওমার স্টেরিও সমাণু কিন্তু দর্পণ প্রতিবিম্ব নয় তবে অ-উপরিস্থাপনীয়। |
৩. এনানশিওমারসমূহের আপেক্ষিক আবর্তন মান একই কিন্তু আবর্তনের দিক পরস্পর বিপরীত। | ৩. ডায়াস্টেরিওমারসমূহের আবর্তনের দিক একই হলেও আবর্তনের মান এক নয় । |
আলোক সমানুতা সম্পর্কিত অন্যান্য প্রশ্ন –
আলোক সক্রিয় সমানুতা বা আলোক সমানুতা কি? আলোক সক্রিয় সমানুতার শর্ত গুলো লিখ।