নির্ধারণযোগ্য ও অনির্ধারণযোগ্য ভুলের পার্থক্য লিখ
নির্ধারণযোগ্য ও অনির্ধারণযোগ্য ভুলের পার্থক্য নিম্নরূপ-
নির্ধারণযোগ্য ভুল | অনির্ধারণযোগ্য ভুল |
---|---|
(i) নির্ধারণযোগ্য ভুলের সুনির্দিষ্ট মান আছে। | (i) এদের সুনির্দিষ্ট মান নেই। |
(ii) এদের সংশোধন করা যায়। | (ii) এদের নির্দিষ্ট কারণ নেই। |
(iii) এদের নির্দিষ্ট কারণ আছে। | (iii) পর্যবেক্ষণ সংখ্যা যত বেশি হয় এ ধরনের ভুল তত হ্রাস পায়। |
(iv) এদের একক দিক নির্দেশনা আছে। | (iv) ছোট ভুলগুলো বেশি এবং বড় ভুলগুলো কম হয়। |
(v) এই ভুলসমূহ যথার্থতার উপর কোনো প্রভাব ফেলে না কিন্তু নির্ভুলতার উপর প্রভাব ফেলে। | (v) অনির্ধারণযোগ্য ভুলসমূহ যথার্থতাকে প্রভাবিত করে কিন্তু নির্ভুলতাকে কোনোরূপ প্রভাবিত করে না। |
মাপন সংক্রান্ত অন্যান্য প্রশ্ন –