পত্ররন্ধ্রীয় প্রস্বেদন ও ত্বকীয় প্রস্বেদন এর মধ্যে পার্থক্য

পত্ররন্ধ্রীয় প্রস্বেদন ও ত্বকীয় প্রস্বেদন এর মধ্যে পার্থক্য নিম্নরুপ-

পত্ররন্ধীয় প্রস্বেদনত্বকীয় প্রস্বেদন
১. প্রস্বেদন পত্ররন্ধের মাধ্যমে ঘটে।১. প্রস্বেদন কিউটিকলের মাধ্যমে ঘটে।
২. পত্ররন্ধ্র বন্ধ থাকলে প্রস্বেদন বন্ধ থাকে।২. পত্ররন্ত বন্ধ থাকলেও প্রস্বেদন চলতে পারে।
৩. প্রস্বেদনের হার অনেক বেশি, ৯৫-৯৮%।৩. প্রস্বেদনের হার খুবই কম, ২-৫% বা আরো কম।
৪. এ ধরনের প্রস্বেদন রক্ষীকোষ কর্তৃক নিয়ন্ত্রিত।৪. এতে রক্ষীকোষের কোনো ভূমিকা নেই।

প্রস্বেদন সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-

প্রস্বেদন (Transpiration) কি?

প্রস্বেদনের উপকারিতা বা উদ্ভিদের জীবনে এর প্রয়োজনীয়তা বা গুরুত্ব কি?

প্রস্বেদনের বাহ্যিক প্রভাবকসমূহ কি?

প্রস্বেদনের অভ্যন্তরীণ প্রভাবকসমূহ কি?