কনফিগারেশন ও কনফরমেশনের মধ্যে পার্থক্য কি?
কনফিগারেশন এবং কনফরমেশন এর পার্থক্য নিচে দেয়া হলো –
কনফরমেশন
- কোন নির্দিষ্ট কনফিগারেশনবিশিষ্ট অণুর কার্বন-কার্বন একক বন্ধনের মুক্ত ঘূর্ণনের ফলে সৃষ্ট পরমাণুসমূহের অসংখ্য ত্রিমাত্রিক বিন্যাসকে কনফরমেশন বলে ।
- কনফরমেশন পৃথকযোগ্য হতে পারে আবার নাও হতে পারে ।
- এরা আন্তঃরূপান্তরশীল।
- অণুর কনফরমেশনে ডাইহেড্রাল কোণ বা দ্বি-মাত্রিক কোণ খুবই তাৎপর্যপূর্ণ।
কনফিগারেশন
- কোন যৌগের অণুতে বিদ্যমান গ্রুপ বা পরমাণুসমূহের নির্দিষ্ট ত্রিমাত্রিক বিন্যাসের মাধ্যমে যে আণবিক গঠন পাওয়া যায়, তাকে কনফিগারেশন বলে ।
- বিভিন্ন কনফিগারেশনের সমাণুগুলো পৃথকযোগ্য ।
- এরা আন্তঃরূপান্তরশীল নয়।
- অণুর কনফিগারেশনের ক্ষেত্রে ডাইহেড্রাল কোণ বা দ্বি-মাত্রিক কোণ তাৎপর্যপূর্ণ নয় ।
স্টেরিও রসায়ন সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-
এনানসিওমার ও ডায়াস্টেরিওমার এর পার্থক্য কি?
জ্যামিতিক সমানুতা কি? জ্যামিতিক সমানুতার শর্ত কি কি?
আলোক সক্রিয় সমানুতা বা আলোক সমানুতা কি? আলোক সক্রিয় সমানুতার শর্ত গুলো লিখ।