কোষ প্রাচীর ও কোষঝিল্লির মধ্যে পার্থক্য কি?

কোষ প্রাচীর ও কোষঝিল্লির মধ্যে পার্থক্য নিম্নরুপ-

কোষ প্রাচীরকোষঝিল্লির
কোষ প্রাচীর নির্জীব তথা জড়।কোষঝিল্লি সজীব।
কোষ প্রাচীর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, কোষঝিল্লির বাইরে অবস্থিত।কোষঝিল্লি উদ্ভিদ ও প্রাণী উভয় প্রকার কোষে থাকে।
প্রধানত সেলুলোজ নির্মিত: জড়, শক্ত, ভেদ্য প্রাচীর যুক্ত।প্রধানত প্রোটিন ও লিপিড সমন্বয়ে গঠিত : জীবন্ত, স্থিতিস্থাপক ও অর্ধভেদ্য পর্দাযুক্ত।
প্রধান কাজ হলো কোষের আকার-আকৃতি নিয়ন্ত্রণ এবং কোষকে দৃঢ়তা প্রদান।প্রধান কাজ হলো কোষের ভেতর-বাইরে প্রয়োজনীয় বস্তুর চলাচল নিয়ন্ত্রণ এবং কোষস্থ | প্রোটোপ্লাজমীয় অংশ সংরক্ষণ।
গৌণস্তরের বিশেষ বিন্যাসের জন্য নানাবিধ অলংকরণ দেখা যায়।কোনোরূপ অলংকরণ দেখা যায় না।