নির্ভুলতা ও সূক্ষ্মতার পার্থক্য লিখ।
নির্ভুলতা ও সূক্ষ্মতার পার্থক্য
নির্ভুলতা | সূক্ষ্মতা |
---|---|
১। কোন পরীক্ষালব্ধ মান এবং প্রকৃত মান বা বেশী সম্ভাবনাযুক্ত মানের মিলকে উক্ত পরীক্ষার নির্ভুলতা (Accuracy) বলে। | ১. একই বিষয়ের উপর পর পর কিছু পরিমাপের মধ্যে মিলকেই উক্ত বিশ্লেষণের যথার্থতা (Precision) বলে। |
২. নির্ভুলতার মাধ্যমে সঠিক মানের প্রকাশ ঘটে। | ২. যথার্থতা পরীক্ষালব্ধ রাশিগুলোর অনুরূপতার মাধ্যমে প্রকাশ করা হয়। |
৩. পরম ত্রুটি পরিমাপের সাহায্যে মাপনের নির্ভুলতা প্রকাশ করা হয়। | ৩. মাপনগুলো একইরূপ হয়েছে কি না তা যথার্থতা দ্বারা নির্ণয় করা হয়। |
৪. পরীক্ষালব্ধ মানগুলো সত্যিকার মানের মাপনের যত নিকটতম হবে সংশ্লিষ্ট মাপনের নির্ভুলতা তত বেশি হবে। | ৪. যথার্থতা সঠিক হলেও তার নির্ভুলতা সঠিক হতে পারে, নাও হতে পারে। |
একই ধরনের অন্যান্য প্রশ্ন –