ভোক্তার আয়ের পরিবর্তন হলে চাহিদা বিধি কার্যকর হয় না কেন?

উত্তর: সাধারণ অর্থে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বুঝায়। ভোক্তার আয়ের ওপর দ্রব্যের চাহিদা নির্ভর করে। সাধারণত আয় বাড়লে চাহিদা বাড়ে এবং আয় হ্রাস পেলে চাহিদা হ্রাস পায়। এজন্য ভোক্তার আয়ের পরিবর্তন হলে চাহিদা বিধি কার্যকর হয় না।